‘অপারেশনস ফার্স্ট লাইট’:
চার জেলার সীমান্তবর্তী চর এলাকার গ্রেপ্তারকৃত ৬৭ জনের মধ্যে
বাঘার ১৩জন
বিশেষ প্রতিনিধি:



চার জেলার সীমান্তবর্তী চর এলাকা থেকে গ্রেপ্তারকৃত ৬৭ জনের মধ্যে রাজশাহীর বাঘা থানার ১৩জন রয়েছে। ‘অপারেশনস ফার্স্ট লাইট’ নামের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ রাজশাহীর বাঘা থানার বিভিন্ন এলাকার ১৩ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ। রাজশাহী জেলার বাঘা থানার আতারপাড়া, মানিকের চর, চকরাজাপুর, কালিদাসখালী, পাকুড়িয়া ও পলাশী ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত অভিযানে ৩টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি ও ১টি গুলির খোসা, ২০ বোতল ফেনসিডিল, ৫০ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, ৫টি মোটরসাইকেল, ১টি হাসুয়া ও ১টি চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. জালাল উদ্দিন, মো. কামরুজ্জামান (৩৮), কবির উদ্দিন, খবির উদ্দিন, মোসা. মনোয়ারা খাতুন (৫০), মোসা. মনিয়ম খাতুন (৪২), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. আলমগীর হোসেন (৩৭), মো. আলম ইসলাম (১৮), মো. আশরাফুল ইসলাম (৩০), মো. বাচ্চু মণ্ডল (৩৯), আওলাদ হোসেন ও মো. মিজানুর রহমান (২৬)। গত শনিবার (০৯-১১-২০২৫) ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রাজশাহী, নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদীর দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক চোরাচালান ও বালুমহাল দখল নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছিল। স্থানীয় জননিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ অভিযান চালানো হয়। বাঘা থানার ১৩ ছাড়াও এই অভিযানে নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুরের আরো ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে-হত্যা মামলা,সাজাপ্রাপ্রাপ্ত,মাদক,ডেভিল হান্ট,নিয়মিত মামলা,হ্যাকার ও ওয়ারেন্টভূক্ত রয়েছে। উদ্ধার কার হয়েছে, শুটার গান, গুলি ও গুলির খোসা, ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, মোটরসাইকেল, হাসুয়া ও চাকু ,রামদা ,হাসুয়া,লোহার পাইপ,ইঞ্জিন চালিত নৌকাসহ সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)আফম আছাদুজ্জামান জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি-এর নির্দেশে এবং অতিরিক্ত ডিআইজি (অপস) নওরোজ হাসান তালুকদারের তত্ত্বাবধানে, রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলামের নেতৃত্বে-শনিবার ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে অংশ নেয় জেলা পুলিশ, র্যাব, আরআরএফ, এপিবিএন ও নৌ-পুলিশের যৌথ টিম। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি। ##
আব্দুল হালিম মিয়া,
বাঘা, রাজশাহী
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.