
গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে টঙ্গী- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মানববন্ধন
হানিফ পাঠান, গাজীপুর :
উচ্চ আদালতে বাতিল হওয়া নতুন সংসদীয় আসন গাজীপুর-৬ পর্নবহালের দাবিতে টঙ্গী – ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক পৃথক স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে মহাসড়ক অবরোধ করেছে বিএনপির নেতাকর্মীরা সহ সর্বস্তরের জনগণ । বুধবার সকালে ১০টায় স্টেশনরোড, কলেজগেট ও গাজীপুরা এলকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় প্রায় দুই ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো। জানা যায়, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি আসন কেটে গাজীপুর-৬ করে। উচ্চ আদালতে এ বিষয়ে মামলা হলে হাইকোর্ট গাজীপুর-৬ আসন বাতিল করে। গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা পৃথক তিনটি মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে। সরেজমিনে দেখা যায়, টঙ্গী কলেজগেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় গাজীপুর ৬ আসনের এমপি প্রার্থী হাসান উদ্দিন সরকার, সালাউদ্দিন সরকার, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, আরিফ হাওলাদার, প্রভাসক বসির উদ্দিনের হস্তক্ষেপে মানববন্ধন তুলে নেয় নেতাকর্মীরা। টঙ্গী স্টেশন রোডে গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন ও গাজী সালাউদ্দিনের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
গাজীপুরা এলাকায় এশিয়া পেট্রোল পাম্প সামনে জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমানের নেতৃত্বে মানববন্ধন হয়েছে। এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তিনটি স্থানে অবরোধ হওয়ায় মহাসড়কে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ ছিলো। এবিষয়ে টঙ্গী পুর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান জানান, গাজীপুর ৫ আসন বহাল রাখার দাবিতে মহাসড়কে কিছুক্ষন অবস্থান করে। কিছুক্ষণ পর তারাই মহাসড়ক ছেড়ে দেয়। পরে পুলিশ যানজট নিরশনের জন্য কাজ করেছে।









