
গোয়াইনঘাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০
নাইম আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতের নাম মো. আল আমিন (৩০)। তিনি আহারকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে আহারকান্দি বাজারের একটি দোকানের পেছনের জমি নিয়ে মোস্তফা মিয়া ও নূর হোসেনের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মোস্তফা মিয়ার ছেলে আল আমিন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, “ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
নিহতের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি।









