গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নাইম আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার জাফলং এলাকা থেকে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের জমিল মিস্ত্রীর ছেলে জুনেদ আহমদ (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর মা প্রয়োজনীয় কাজে বাজারে গেলে বাড়ি ফাঁকা পেয়ে পার্শ্ববর্তী বাড়ির অভিযুক্ত যুবক জুনেদ আহমদ রাত ১০টার দিকে মেয়েটির নিজ বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় সে ঘটনাটি কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে।
ঘটনার প্রায় এক সপ্তাহ পর শুক্রবার রাতে ভুক্তভোগীর মা দিলারা বেগম গোয়াইনঘাট থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং ৯/২৮৪)।
পরে ওই মামলার ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন,
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.