গোয়াইনঘাটে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
নাইম আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
৩৮ বছরের কর্মজীবনের শেষে রাজকীয়ভাবে বিদায় নিলেন প্রধান শিক্ষক নিত্যানন্দ দাস।
চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক—এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষকরা যোগ দেন এই আবেগঘন মুহূর্তে। প্রিয় শিক্ষকের বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় করেন এলাকাবাসী। সৃষ্টি হয় এক স্মরণীয় পরিবেশ।
বিদায় বেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ দাস।
আজ প্রধান শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।
দীর্ঘ ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন নিত্যানন্দ দাস। এদিন তাঁকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে ফুলে সাজানো গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেন শিক্ষার্থী ও এলাকাবাসী—যা ছিল এক আবেগময় দৃশ্য।
সংবর্ধিত অতিথির বক্তব্যে নিত্যানন্দ দাস বলেন,
বিদায় অনেক কষ্টের, তবে আমার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর এমন বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকব।”
বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওয়াদুর রহমান।
এসময় বক্তব্য রাখেন—
দক্ষিণ সুরমা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আতাউর রহমান,
জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ,
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ,
বারহাল ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল মাও. নেছার আহমেদ,
সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সোহরাওয়ার্দী,
গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন,
পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহিদ,
সহকারী প্রধান শিক্ষক অরুণ কুমার দে,
বিএনপি নেতা আব্দুল জলিল,
পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রশিদ আলী,
সেক্রেটারি আব্দুস শুকুর ও ইউপি সদস্য ওহিদুর রহমান প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
সবশেষে প্রিয় শিক্ষক নিত্যানন্দ দাসকে রাজকীয়ভাবে বিদায় জানিয়ে আবেগঘন এক অধ্যায়ের সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.