গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের আনন্দ ভ্রমণ সপ্ন
নাইম আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলার পেশাজীবী পরিষদের উদ্যোগে ২২ নভেম্বর ২০২৫ ইং এর আয়োজন করা হয় এক বর্ণিল আনন্দ ভ্রমণের। কর্মব্যস্ত জীবনের চাপ থেকে সামান্য মুক্তি পেয়ে সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই ছিল এ আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল হাসি-আনন্দ, আড্ডা, গল্পগুজব আর স্মরণীয় সব মুহূর্ত।
আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন পরিষদের এম এ জব্বার, আহবায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক আবুল হাশেম, আব্দুল্লাহ (সচিব), সদস্য সচিব বিলাল উদ্দিন, সংগঠক আব্দুর রউফ এবং ফয়সল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য আল আমিনুর রশিদ, সুলেমান আহমদ, সাইদুর রহমান, নুরুল ইসলাম, কবির, ও খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন জনাব মহসিন উদ্দিন ও মুহিতুর রহমান, যাদের উপস্থিতি আনন্দ ভ্রমণে বাড়তি উৎসাহ ও প্রাণচাঞ্চল্য যোগ করে।
সদস্যরা জানান, সারা সপ্তাহের ব্যস্ততার মাঝে এমন একটি বিনোদনমূলক আয়োজন তাদের মনকে প্রফুল্ল করেছে। তারা বলেন
“এভাবে সবাইকে নিয়ে কিছু সময় কাটাতে পারা আমাদের জন্য অত্যন্ত তৃপ্তিদায়ক।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.