
চলতি সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন
আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
রোববার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
উপদেষ্টা বলেন, আমদানির জন্য এরই মধ্যে ২ হাজার ৮০০টি আবেদন জমা পড়েছে। আমদানি শুল্ক কমানো হবে না, আমদানির আইপি দিলেই বাজারে পেয়াজ সয়লাব হবে। তবে কোথায় পেঁয়াজ মজুদ করে রাখা হলে সে বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, দীর্ঘদিন পেয়াজের দাম সহনীয় ছিলো। পাচঁদিনের মধ্যে পেয়াজের দাম ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পাওয়া যৌক্তিক না।
এসময় পেঁয়াজের ভালো ফলন হয়েছে উল্লেখ করে নতুন পেঁয়াজ বাজারে আসলে এক সপ্তাহের মধ্যে দাম কমবে বলে আশাপ্রকাশ করেন বাণিজ্য সচিব।









