চারঘাট-বাঘা আসনে চাঁদকে মনোনীত করায় আনন্দে নেতা-কর্মীরা,দুই রাকাত নফল নামাজ আদাযের অনুরোধ চাঁদের 
বিশেষ প্রতিনিধি
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আবু সাঈদ চাঁদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিএনপির গুলশান কার্যালয় থেকে নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। নাম ঘোষণায় আবু সাইদ চাঁদের নাম প্রকাশের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে চারঘাট-বাঘায় আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিএনপির তৃণমূলের ভোটারসহ সর্বস্তরের জনতা। চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের হৃদয়ের স্পন্দন আবু সাইদ চাঁদ।
দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সব কিছু শেষ করে শেষ সময়ে চাঁদকে মনোনীত করায় অনেকেই আনন্দে কেঁদে ফেলেন। জানা যায়, ইতঃপূর্বে একাধিক সংসদ নির্বাচনে চারঘাট-বাঘার মানুষমনোনয়ন থেকে বার বার বঞ্চিত হয়েছিল। তাই তো মানুষের প্রাণের দাবি ছিল এবার চাঁদকে মনোনয়ন দেয়ার। চারঘাট-বাঘার মানুষের মনের ভাষা বুঝতে পেরেছে দলীয় হাই কমান্ড। তবে সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলে আগামীর নির্বাচনে ধানের শীষে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করতে কাজ করবে বলে দাবি চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের। আবু সাইদ চাঁদ বলেন, আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজী রেখে চারঘাট- বাঘার মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছি। চারঘাট-বাঘার মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের ১২ টি জেলায় আমার বিরুদ্ধে ৮৫ টি মামলা হয়েছে। জীবনের অধিকাংশ সময় আমার জেল খানায় কেটেছে। জেল খাটতে গিয়ে আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি। হারিয়েছি প্রাণ প্রিয় সহধর্মিণী কে।
তবুও ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাকে দমিয়ে রাখতে পারেনি। পারেনি চারঘাট-বাঘার মাটি ও মানুষের কাছ থেকে সরিয়ে রাখতে। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান চারঘাট-বাঘার গণমানুষের হৃদয়ের স্পন্দন আবু সাইদ চাঁদ। তার ঘনিষ্ট নেতা-কর্মীরা জানিয়েছেন চাঁদ ভাইকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতি নির্ধারকের প্রতি তারা কৃতজ্ঞ।
নিজের ফেসবুক পেইজে আবু সাঈদ চাঁদ লিখেছেন-আমার দলীয় মনোনয়ন চুড়ান্ত হওয়ায় কেউ মিষ্টি বিতরণ, আতশবাজি, মিছিল, জন মনে কষ্ট হয় এমন কাজ থেকে বিরত থেকে মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায়ে দুই রাকাত নফল নামাজ আদায় করার জন্য অনুরোধ করছি।
আব্দুল হালিম মিঞা,
বাঘা,রাজশাহী,
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.