গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেফতার করা হয়েছে। চীন থেকে ফেরার পর বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার (২৭ জুন) কামরুজ্জামানকে হস্তান্তর করা হয় গোপালগঞ্জ সদর থানায়। সদর থানা পুলিশ দুপুরে তাকে গোপালগঞ্জ আদালতে হাজির করে। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান।
কামরুজ্জামানের ভাই রুবেল ভূইয়া জানান, গত ৩০ এপ্রিল ব্যবসায়িক কাজে তিনি বাংলাদেশ থেকে চীনে যান। চীরে কাজ শেষে দুই মাস পরে বৃহস্পতিবার রাতে দেশে আসেন লুটুল। রাতেই বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। সকালে গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা রয়েছে মামলায় আসামি না হলে তাকে গ্রেফতার করা যাবে না। নির্দেশনা থাকা পর মামলার আসামী না থাকা সত্বেও ভাইকে কেন গ্রেফতার করা হয়েছে সেটা আমরা জানিনা। যদি তিনি এই ঘটনার সাথে জড়িত থাকেন তাহলে ঘটনার ১০ মাস পরে তাকে কেন গ্রেফতার করা হলো? তিনি তো এতদিন দেশেই ছিলেন এবং নিয়মিত অফিস করতেন।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.