
জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে—তুরাগে মোস্তফা জামান
হানিফ পাঠান ঢাকা :
 ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ড রানাভোলা ইউনিট বিএনপি’র উদ্যোগে বিএনপি ঘোষিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট জনগণের মাঝে বিতরণের লক্ষ্যে এবং আসন্ন জাতীয় নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে জনসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন পাড়া মহল্লা  ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমবেত হয়, যা মুহূর্তেই বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
সোমবার রাতে তুরাগ ৫৩ নং ওয়ার্ড রানাভোলা কাউন্সিলর মাঠ কার্যালয়ে উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ১৮ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হাজী মোস্তফা জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।
প্রধান অতিথি মোস্তফা জামান তার বক্তব্যে বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ছিল। তাই তাড়া আজ দেশ থেকে বিতাড়িত হয়েছে। যে দল বা গোষ্ঠী জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় তারাই দেশ থেকে বিতাড়িত হয়। তার নজির আপনারা দেখেছেন। বিএনপি’র জনগণের দল। আমরা জনগণের পাশে থাকতে চাই, তাদের কষ্টের কথা শুনতে চাই, এবং তাদের আশা-আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে চাই।
রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনির এর সভাপতি কে ৫৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হকের সঞ্চালনায় এবং ৫৩ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি আব্দুস সালামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা,উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল,তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম,যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম রুবু,চাঁন মিয়া বেপারী,বিপ্লব হোসেন,আবু তাহের খান আবুল,উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন শিশির,তুরাগ থানা বিএনপির সদস্য সাঈদ হাসান সাগর কফিল উদ্দিন,তুরাগ থানা বিএনপির মহিলা নেত্রী সাবেক কাউন্সিলর সোহেলী পারভীন শিখা। তুরাগ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা,সাংগঠনিক সম্পাদক আবু তারেক,৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী শফিকুল ইসলামতুরাগ থানা শ্রমিক দলের সদস্য সচিব সানজিদ সুমন,,৫২ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী ইসহাক মিয়া,সহ-সভাপতি মোহাম্মদ আলী,আজহার আলী আজা সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।


                                    






