জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গীতে আরিফ হোসেন হাওলাদারের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী
হানিফপাঠান
গাজীপুর
:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার।
গতকাল শনিবার (৮ নভেম্বর) বিকেলে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয়। পরে সেখান থেকে বিশাল র্যালীটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী সৈলারগাতি হকের মোড়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই দিন জাতি দেশপ্রেম, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। আজও আমাদের সেই চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের গুরুত্ব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশন ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফি উদ্দিন সফি,
টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুবেল প্রধান, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক বাদল আহামেদ সহ র্যালীতে অংশ নেন টঙ্গী থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
পুরো টঙ্গী এলাকায় র্যালী চলাকালীন সময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে স্লোগানে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।
অনুষ্ঠানে নিজেকে গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থাপন করে আরিফ হোসেন হাওলাদার বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে গাজীপুর-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। শেষে তিনি এলাকার জনগণের প্রতি আহ্বান জানান ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হোন।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.