জৈন্তাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার প্রণোদনা কর্মসূচির উদ্বোধন।
ৃ
মো. দুলাল হোসেন রাজু, সিলেট ব্যুারো :
সিলেটের জৈন্তাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার প্রণোদনা কর্মসূচির উদ্বোধন। ১০টায় প্রনোদনা কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে সার বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদোদনা বিতরণ করা হয়েছে।কর্মসূচির আওতায় ৫৬০ জন কৃষকের মাঝে গম,সরিষা,সুর্যমুখী,চিনাবাদাম,অরহর বীজ ও সার বিতারণ করা হবে। এছাড়া ৫৮০ জন কৃষকের মাঝে শশা,মিষ্টি কুমড়া,লাউ,বেগুনের বীজ বিতারণ করা হয়েছে। ৪০০ জন কৃষকের মাঝে শুধুমাত্র বিভিন্ন প্রজাতীর সবজি বীজ বিতারণ করা হয়।তবে এই প্রনোদনার মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমে আসবে এবং রবি মৌসুমে মাঠে বহুমুখী ফসলের আবাদ বাড়বে বলে মনে কওরন সংশ্লিষ্ট কর্মকর্তারা।এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) দেবল সরকার। উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার,উপসহকারী মো.নুরুল ইসলাম খান সহ আরো অনেকেই।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.