টংগীর মিলগেট এ বজ্র তুলার মার্কেট এ ভয়াবহ অগ্নিকাণ্ড
আঃরব শেখ (বাবু )
গাজীপুর এর টংগী মিলগেট এলাকায় বর্ধিত তোলার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে করে কয়েকটি দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের টঙ্গী,উত্তরা ও গাজীপুর সহ আশেপাশের সাত-আটটি ইউনিটের প্রায় দেড় থেকে দুই ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকার সমান বলে মালিকদের কথার ধারণা বুঝা যাচ্ছে। আগুন লাগার কারণে আশেপাশের কয়েকটি গার্মেন্টস ও কারখানার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর সময় বেশ কয়েকজন আহত খবর পাওয়া গেছে। সূত্রে আরো জানা যায় প্রায় সময় অত্র এলাকায় প্রায় সময় আগুন লেগেই থাকে। অত্র এলাকায় কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বিলম্ব হয়। ঘটনাস্থলে পুলিশ র্যাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.