
টঙ্গীতে বিশৃঙ্খলা রোধে বিএনপি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে শান্তিপূর্ণ মহড়া ও অবস্থান কর্মসূচি পালন
হানিফ পাঠান, গাজীপুর :
আওয়ামী লীগের ঘোষিত লক ডাউনের নামে গণপরিবহন ও সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টির প্রতিবাদে এবং বিশৃঙ্খলা রোধে গাজীপুরের টঙ্গীতে বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ সুমনের উদ্যোগে রাস্তায় মহড়া ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ (বৃহস্পতিবার) সকাল থেকে টঙ্গীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে রাস্তায় মহড়া দেন। তারা “গণতন্ত্র পুনরুদ্ধার করো”, “চলাচলের স্বাধীনতা চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।গাজীপুর-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন সাংবাদিকদের বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। কোনো বিশৃঙ্খলা নয়—আমরা চাই জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত হোক।”স্থানীয় পুলিশ প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। তবে কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।









