
টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
হানিফ পাঠান , গাজীপুর :
তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী বাজার হোন্ডা রোড এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন গাজীপুর মহানগর বিএনপির দপ্তর সম্পাদক আ. রহিম খান কালা। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহাবুবুল আলম শুক্কুর, প্রভাষক বশির উদ্দিন, জসিমউদ্দিন ভাট, ইসমাইল শিকদার বসু, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, মোঃ সাজেদুল ইসলাম, মোঃ শাহাদাত হোসেন শাহীন, শেখ মোহাম্মদ সুমন, নাজমুল হোসেন মন্ডল, খাদিজা আক্তার বীনা, মোঃ সাজেদুল ইসলাম (আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদল) ও গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
• মোঃ শাহাদাত হোসেন শাহীন, সভাপতি স্বেচ্ছাসেবক দল, গাজীপুর মহানগর
• শেখ মোহাম্মদ সুমন, যুগ্ম আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদল
• মোঃ আনিসুর রহমান মিরন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাসাস গাজীপুর মহানগর
• মোঃ সেলিম কাজল, ভারপ্রাপ্ত সদস্য সচিব, টঙ্গী পশ্চিম থানা যুবদল
• মোঃ রাতুল ভূঁইয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে প্রায় দুই হাজার মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়









