টঙ্গীতে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা গাজী সালাহউদ্দিন
হানিফ পাঠান , টঙ্গী :
গাজীপুর সিটি
কর্পোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের উত্তর আরিচপুর গাজীবাড়ী শাহী জামে মসজিদ থেকে মিতালী হাউজিং হয়ে উদয়ন হাউজিং পর্যন্ত ইউনিব্লক রাস্তা ও ইটের ড্রেন নির্মাণকাজের উদ্বোধন হয়েছে।গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন গাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব, চান্দুগাজী হাফেজিয়া মাদ্রাসা ও চান্দুগাজী বিদ্যানিকেতনের শিক্ষকবৃন্দ, মাদ্রাসার মোতাওয়াল্লি গাজী নাজিমুদ্দিন, বিএনপি নেতা মাসুদ চৌধুরী, দেলোয়ার হোসেন, হাফিজুর রহমান, আলমগীর মোল্লা, কাজীবুর রানা, আলফাজ দেওয়ান, শাহ জালাল, আব্দুল কাদির, সুমন, আবুল হোসেন ও আকতার হোসেন প্রমুখ।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গাজী সালাহউদ্দিন বলেন,গাজীবাড়ী একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে মুসল্লি, গার্মেন্টস শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করেন। গত ১৭ বছরে এই রাস্তার কোনো উন্নয়ন কাজ হয়নি। এতে মানুষ ভোগান্তিতে ছিলো। এখন এই সড়ক চলাচল উপযোগী হলে স্বস্তি ফিরবে এলাকাবাসীর মধ্যে।
সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তা ও ড্রেন নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে পরিকল্পনা নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ দিনের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় বর্ষাকালে জলাবদ্ধতা ও চলাচলে চরম দুর্ভোগের মুখে পড়তে হতো। কাজটি শেষ হলে তাদের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে বলে আশা প্রকাশ করেন তারা।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.