
টঙ্গীতে সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র্যালী।
হানিফ পাঠান, টঙ্গী :
গাজীপুরের টঙ্গীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে তরুণদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) বিকেলে টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই র্যালির নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন। র্যালিটি টঙ্গীর ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী হয়ে টঙ্গী সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। র্যালীতে হাজার হাজার নেতাকর্মী ও তরুণ সমর্থকরা অংশগ্রহণ করেন। র্যালির প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, দেশের যুব সমাজ আজ পরিবর্তনের প্রত্যাশায় একত্রিত হয়েছে। বিএনপি বিশ্বাস করে তারুণ্যই পরিবর্তনের মূল শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তরুণরাই হবে আগামী দিনের অগ্রণী সেনানী।
তিনি আরও বলেন,আমরা চাই টঙ্গীসহ গাজীপুরের প্রতিটি এলাকায় ধানের শীষের পক্ষে তারুণ্যের জোয়ার বইয়ে দিতে। ইনশাআল্লাহ, জনগণই বিজয় এনে দেবে। এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন রানা, সঞ্জিত রবি দাস, সাংগঠনিক সম্পাদক নূর-ই মোস্তফা খান, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, যুগ্ম আহ্বায়ক বেনজির আহম্মেদ পিন্টু, গাজীপুর মহানগর যুব দলের আহবায়ক সদস্য রাজীব বীন শহীদ রিগান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথী, ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরে আলম জিকু, সাধারণ সম্পাদক গাজী মহসিন, ৪৪ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলু, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবিরুল গাজী, সাধারণ সম্পাদক ইয়ানির আরাফাত মিন্টু, ৪৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন নিরব, ৫৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা সরকার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, টঙ্গী পূর্ব থানা মহিলা দলের সাধারণ সম্পাদক রাবিয়া খাতুন, এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। র্যালি শেষে উপস্থিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।









