
টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
হানিফ পাঠান, গাজীপুর :
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীর ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় উচ্চপর্যায় থেকে অভিযোগগুলো পুনর্বিবেচনা শেষে আজ (সোমবার) তার বহিষ্কারাদেশ বাতিল করা হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে সিরাজুল ইসলাম সাথীকে পুনরায় পূর্বের পদে বহাল রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সিদ্ধান্তটি অনুমোদন করেন। দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সদস্য সচিব সাথীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। এতে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ বিষয়ে সিরাজুল ইসলাম সাথী বলেন, “ষড়যন্ত্রমূলকভাবে আমাকে ফাঁসানো হয়েছিল। আমি কোনো অন্যায় কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। দলের সিনিয়র নেতৃবৃন্দ বিষয়টি বিবেচনা করে আমাকে স্বপদে বহাল রেখেছেন। এজন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সামনে দলের সব সিদ্ধান্ত মেনে রাজপথে থেকে দায়িত্ব পালন করে যেতে চাই, ইনশাআল্লাহ।”









