টঙ্গী ৪৩ নং ওয়ার্ডে সুমন সরকারের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ
টঙ্গী গাজীপুর প্রতিনিধি :
বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে পৌঁছে দিতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের ৪৩ নম্বর ওয়ার্ডের সালামের আটার কল মোড় থেকে এ কর্মসূচির সূচনা করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি গাজীপুর-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন।
বৈরী আবহাওয়া ও ঝুম বৃষ্টিকে উপেক্ষা করে নেতাকর্মীরা স্লোগান মুখর পরিবেশে গণসংযোগ শুরু করেন। সালামের আটারকল থেকে শুরু করে পাগাড় জিনু মার্কেট, বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে তারা দোকান ও বাড়ি বাড়ি গিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট সাধারণ মানুষের হাতে পৌঁছে দেন।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন,বৃষ্টির মধ্যেও যারা মাঠে নেমে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে অংশ নিয়েছেন, তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শের প্রকৃত সৈনিক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির এই আন্দোলন থেমে থাকবে না। আমি এই সাহসী নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন,গাজীপুর-৬ আসনের উন্নয়নের জন্য জনগণের সঙ্গে আছি, জনগণের জন্য কাজ করছি। ইনশাআল্লাহ, বিএনপি থেকে মনোনয়ন পেলে এই অঞ্চলের উন্নয়ন ও পরিবর্তনের ধারা নতুনভাবে শুরু হবে।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা “সরকার জাবেদ আহমেদ সুমন এমপি হোক—গাজীপুরে উন্নয়ন হোক”শ্লোগানে রাজপথ মুখর করে তোলেন। তারা আশা প্রকাশ করেন, বিএনপি থেকে সুমনকে মনোনয়ন দিলে জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করবে। এ সময় উপস্থিত ছিলেন—গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথী,টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক,গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য রাজিব বিন রিগান,টঙ্গী পূর্ব থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির রহমান খান পিন্টু,দপ্তর সম্পাদক মিজানুর রহমান,টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়,টঙ্গী পূর্ব থানা যুবদল, যুবদলের নেতা গাজী মোশারফ,৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম জিকু,বিএনপি নেতা নেওয়াজ উদ্দিন মারফত, নুরুদ্দিন মীর মোবারক ফকির,এবং টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ মামুন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.