
তামাবিল সীমান্তে অবৈধ পণ্যের রমরমা ব্যবসা : প্রশাসনের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের তামাবিল-সোনাটিলা সীমান্ত দিয়ে প্রতিদিনই অবাধে প্রবেশ করছে ভারতীয় অবৈধ পণ্য। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের বুঙ্গাপাটি এলাকায় দিন দিন বেড়েই চলছে এসব পণ্যের আমদানি ও লেনদেন।
অভিযোগ রয়েছে, পুলিশ এর নামে সীমান্তসংলগ্ন দরিদ্র সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিতভাবে টাকা আদায় করা হচ্ছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক সীমান্তবাসী।
স্থানীয়দের দাবি, এসব অবৈধ লেনদেন ও অনিয়মের পেছনে জাফলংয়ের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই ফারুকের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। ওই এস আই এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে চোরাচালান একদম বন্ধ আছে, এখানে কোন কিছু ঘটছে না, তিনি তার বিরুদ্ধে আনার সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের কিছু প্রভাবশালী মহল নিয়মিতভাবে এসব অবৈধ কর্মকাণ্ডের মদদ দিচ্ছে এবং প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
এ বিষয়ে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।









