গতকাল ২৬ শে আগস্ট মঙ্গলবার ভোর রাতে দারুস সালাম থানার প্রায় ১৫০ গজ সামনে ২০ নং বর্ধনবাড়িতে অবস্থিত ডেণ্টিহোপ ওরাল এন্ড ডেন্টাল কেয়ার এবং ঐশ্বর্য বিউটি পার্লারে চুরি সংগঠিত হয়েছে। চোর চক্র ল্যাপটপ , নগদ টাকা ও সিসি ক্যামেরা সহ অন্যান্য সামগ্রী নিয়ে যায় এতে আশেপাশে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয় এবং তারা তাদের প্রতিক্রিয়ায় বলেন যে থানার এত কাছাকাছি থেকে আমরা যদি নিরাপত্তা না পাই তবে আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করবো , গত প্রায় একমাস আগে ২১ নম্বর বর্ধন বাড়ি স্থিত হাঙ্গরি হুইলস নামের একটি চাইনিজ হোটেলে ও পাশে একটি গ্যারেজে চুরি সংগঠিত হয়েছিল , পাশে অবস্থিত ইরিনা মেডিসিন নামে একটি ফার্মেসিতেও দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছিল ,স্থানীয় আরেকজন ব্যবসায়ী বলেন যে কিছুদিন পর পর যদি এরকম চুরি হয় তবে পাশে থানা থেকে কি লাভ , এতে আলোর নিচে অন্ধকারই প্রমাণিত হয় , স্থানীয় বাসিন্দা আবু কায়সার বলেন আমাদের বাসা থেকে এ পর্যন্ত প্রায় তিন চারটি মোবাইল চুরি হয়েছে , আমরা জিডি করেছিলাম কিন্তু অদ্যবধি কোন চোরের সন্ধান পাইনি বা কোন মোবাইল উদ্ধার হয়নি , আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় হতে হবে যাতে এ ধরনের অপরাধ আর সংঘটিত না হয়।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.