দুই-একদিনের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাবে দলগুলো, চলছে স্বাক্ষরের প্রস্তুতি
প্রায় সাত মাস ধরে তিন দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে ঐকমত্য কমিশন। সেই আলোচনায় পক্ষে-বিপক্ষে যুক্তি, ওয়াকআউটের মতো ঘটনায় সংসদের আবহ তৈরি হয়। শেষমেষ কিছু বিষয়ে আপত্তি বা নোট অব ডিসেন্ট দিয়ে ৮৪টি প্রস্তাবে ঐক্যমতে পৌঁছায় দলগুলো।
কিন্তু ঐকমত্যে পৌঁছালেও জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জটিলতা দেখা দেয়। গত ৮ অক্টোবর কমিশনের শেষ বৈঠকে প্রায় সব দল সনদ বাস্তবায়নে ভোটের দিনেই গণভোটে সম্মত হয়।
আগামী ১৭ অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে। কমিশনের বৈঠকে অংশ নেয়া দলগুলোকে অনুষ্ঠানে দুই সদস্যের প্রতিনিধি পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে সরকার। সেই আমন্ত্রণ নিয়ে কী ভাবছে রাজনৈতিক দলগুলো?
গণতন্ত্র মঞ্চের নেতারা সনদে স্বাক্ষরে আগ্রহী জানালেও খসড়া দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন এনসিপি নেতারা।
ঐকমত্য কমিশন সংক্রান্ত বিএনপির প্রতিনিধি দলের সদস্য ইসমাঈল জবিউল্লাহ বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মতো বিএনপিকেও জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সেখানে যাবেন।
ঐকমত্য কমিশন সূত্র জানায়, জুলাই সনদে অঙ্গীকার নামায় কিছু সংশোধনী আনা হয়েছে। দুই-একদিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.