পদ্মার চাকলার চরে গুলিতে বাঘার ২জন নিহত,আহত-২
বিশেষ প্রতিনিধি :
পদ্মার চরাঞ্চলে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে আমান মন্ডল (৩৬)(পিতা-মিনহাজ মন্ডল), নাজমুল মন্ডল(২৬) (পিতা শুকুর মন্ডল), নামে দুইজন নিহত হয়েছে। আহত অপর ২জন-মুনতাজ মন্ডল(৩২) (পিতা-চান মন্ডল), রাবিক হোসেন (১৮) (পিতা-আশরফ মন্ডল)কে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা সকলেই রাজশাহীর বাঘা উপজেলার নীচ খানপুর গ্রামের বাসিন্দা।
রাজশাহীর বাঘা-কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ১৪ হাজার মাঠ নামে পরিচিত চাকলার চর এলাকায় কাশবন/খড়ের ক্ষেত নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২৭-১০-২০২৫) বিকেল সাড়ে ৪টায় আশংকাজনক অবস্থায় আহতদের প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমান মন্ডল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে মাইক্রোর মধ্যেই নাজমুল মন্ডল মারা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (২৭-১০-২০২৫) সকাল ১১টায় দখলে থাকা জমিতে খড় কাটছিল উপজেলার খানপুর গ্রামের বেলাল হোসেন,মুন্তাজ ও লাভলুর লোকজন। এ সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’র লোকজন প্রভাব বিস্তার করে আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। তারা জমি দখলে নেওয়ার পায়তারায় গুলি ছুঁড়তে থাকে বলে জানান।
এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন-আমান মন্ডল,মুনতাজ মন্ডল,নাজমুল মন্ডল ও রাবিক হোসেন। প্রথমত আহতদের উদ্ধার করা যায়নি। খবর পেয়ে লোকজন ঘটনাস্থলে পৌঁছলে প্রতিপক্ষরা সরে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে আমান মন্ডল ও নাজমুল মারা যান।
ডাঃ নিহার চন্দ্র মন্ডল জানান,মুনতাজের শরীরে বিভিন স্থানে অন্তত শতাধিক,রাকিবের শরীরে প্রায় ৮০,নাজমুলের শরীরে প্রায় ৩৫ আমানের মাথায়সহ শরীরের ৫ জায়গায় গুলি চিহৃ পাওয়া গেছে। তিনি জানান,চিকিৎসা দেওয়ার আগেই আমান মন্ডল মারা যান। ৩জনকে রামেক হাসপাতালে পাঠানো হয়। মাইক্রোচালক সনি ও বাঘা উপজেলার নীচ খানপুর গ্রামের বেলাল হোসেন জানান রামেক হাসপাতালে নেওয়ার পথে নাজমুলও মারা গেছে। তবে অপর পক্ষের হতাহতের খবর জানা যায়নি।
বেলাল হোসেন জানান, চর এলাকায় তাদের দখলে থাকা জমিতে লোকজন নিয়ে খড় কাটছিলেন। এসময় কাকন বাহিনীর লোকজন প্রভাব বিস্তার করে খড় কাটা জমির দখল নিতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে ৪জন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে দুইজন মারা গেছে। তিনি জানান,এর আগেও কাকন বাহিনীর লোকজন বালু ঘাটের দখল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থেকে বাঘা-লালপুর সীমান্ত এলাকার এপারে এসে গুলি ছুড়ে আধিপত্য বিস্তার করে। গত ৬জুলাই গভীর রাতে তাদের ছুঁড়া গুলিতে স্পীড বোর্ডের একজন চালক আহত হয়েছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলাঞ্চলে জমির দখল নেওয়ার জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কথিত ‘কাকন বাহিনী’র লোকজন প্রভাব বিস্তার করে এ ঘটনা ঘটিয়েছে ।
ক্ষতস্থান দেখে পুলিশ ও চিকিৎসকের ধারনা, পিস্তল ও রাবার বুলেটের গুলি হতে পারে।
তাৎক্ষনিক কাকন বাহিনীর কাউকে না পেয়ে তাদের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ##
আব্দুল হালিম মিঞা,
বাঘা,রাজশাহী
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.