পলাতক আসামিদের ভোটে অযোগ্য ও 'না' ভোটের বিধান রেখে আরপিও সংশোধন
অনলাইন ডেক্স
আসন্ন জাতীয় নির্বাচনে পলাতক আসামিরা প্রার্থী হতে পারবেন না। অংশ নেয়া প্রার্থীদের আয়-ব্যয়ের হিসাব দাখিল ও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এছাড়া, কোনো আসনে একজন প্রার্থী থাকলে সেই আসনে 'না' ভোটের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এ ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আইন উপদেষ্টা বলেন, নির্বাচনে ইভিএম বিলুপ্ত করা, আইনশৃঙ্খলা বাহিনীতে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার বিষয়গুলোও আরপিওতে যুক্ত হয়েছে। ভোট গণনা প্রক্রিয়া গণমাধ্যম সরাসরি নজরদারি করতে পারবে।
পলাতক আসামির ব্যাখ্যায় আইন উপদেষ্টা বলেন, আদালত পলাতক ঘোষণা করলেই তাকে পলাতক বলা হয়। পত্রিকায় বিজ্ঞাপন দেয়ায় পরও কেউ উপস্থিত না হলে আদালত পলাতক ঘোষণা করেন।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান জাদুঘর, দুর্নীতি দমন কমিশন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পাশাপাশি শ্রম আইন সংশোধন আদেশ ও আরপিও আইন পাশ হয়েছে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর এখন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজটি পুনরায় চালু করতে বলা হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানের জন্য স্কটল্যান্ড, তুরস্ক, অস্ট্রেলিয়া, চায়নার সহায়তা নেয়া হচ্ছে। দেশগুলো বিভিন্ন আলামতের ফরেনসিক করতে সাহায্য করছে।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.