আহসান আহমেদ নোমান
আজ ০৪ অক্টোবর ২০২৫, শনিবার সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন-সেইফ কর্তৃক আয়োজিত হয় প্রীতি দাবা টুর্নামেন্ট। টুর্নামেন্টে বরগুনার সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন থেকে বাছাইকৃত ৮ জন দাবাড়ু অংশগ্রহণ করে। তারা হলেন-প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আতিকুর রহমান, সাইন্স এন্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান, স্বাস্থ্য অধিকার যুব ফোরাম বরগুনার সমন্বয়ক মহিউদ্দিন অপু, কালেরকণ্ঠ শুভসংঘের সহসভাপতি মোঃ জাহিদ হাওলাদার, বরগুনা আত্মোন্নয়ন মঞ্চের সদস্য সচিব সুবাহ্ তাবাসসুম ঐশী, বরগুনা সাইক্লিং কমিউনিটির মডারেটর বাপন দেবনাথ, বরগুনা সাইন্স সোসাইটির সদস্য মুনতাসির রহমান তালহা, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য লাজিনা বিনতে মোস্তফা।
আয়োজক কর্তৃপক্ষ জানান, এ ধরনের প্রতিযোগিতা চিন্তাশীল ও বুদ্ধিদীপ্ত নাগরিক বিনির্মাণে ভূমিকা রাখবে। পাশাপাশি সুস্থ ধারার বিনোদনে এমন আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করা হয়।
উল্লেখ্য, দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহিদ হাওলাদার, ১ম রানার্স আপ হয়েছে এহসান আহমাদ নোমান, ২য় রানার্স আপ হয়েছে মহিউদ্দিন অপু।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.