বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু!
বিশেষ প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট (এক প্রকার কীটনাশক)সেবনে হামিদুল ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ আক্টোবর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা পুন্ডলিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। হামিদুল ইসলাম ওই গ্রামের মহররম আলী বড় ছেলে ।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ৮ দিকে হামিদুল ইসলাম মাঠে কাজ করার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। ৯টার দিকে প্রতিবেশি ইয়াকুব আলী খেতের জমির মধ্যে বুকে হাত দিয়ে বসে থাকতে দেখেন । ইয়াকুব আলী জানান, সেখানে গিয়ে কি হয়েছে জানতে চাইলে হামিদুল তাকে জানায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছেন। তার শারিরিক অবস্থার অবনতি দেখে ইয়াকুব আলী হামিদুলের বাড়িতে খবর দেন।
পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান। এইদিন সকাল সাড়ে ১০ টায় রামেকে নেওয়ার পথে রাজশাহী মহানগর এলাকার সাহেব বাজার এলাকায় মারা যান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান জানান,হামিদুলের বাবা মহরমের লিখিত সংবাদ পেয়ে থানায় অপমৃত্যু রজু করে মৃতেেহর ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। তবে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের কারণ জানা যায়নি।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.