বাঘায় স্বদেশ বাণী’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বিশেষ প্রতিনিধি ঃ
‘আমরা মাতৃভূমির পক্ষে’ এই শ্লোগানকে সামনে রেখে ৯ বছর পেরিয়ে ১০ বছরে পাঁ রাখলো রাজশাহী থেকে প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ বাণী. কম। ২০১৬ সালের ৪ নভেম্বর প্রতিষ্ঠা লাভ করেছিল জনপ্রিয় এই নিউজ পোর্টালটি।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে কেক কাটা,আলোচনা সভার আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সম্মানিত অতিথিরা স্বদেশ বাণী লিখা কেক কাটেন। এতে সভাপতিত্ব করেন স্বদেশ বাণী’র বাঘা প্রতিনিধি আব্দুল হামিদ মিঞা।
আলোচনকালে বক্তারা বলেন,পত্রিকাটি প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সুনাম অর্জন করেছে। অনেকগুলো অনলাইন পত্রিকার মাঝে একটি যুগান্তকারী ও নিয়মতান্ত্রিক গণমাধ্যম হিসেবে ইতোমধ্যে পাঠকের মন জয় করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান, শিক্ষক ও সাংবাদিক আসলাম আলী, গোলাম তোফাজ্জল কবীর মিলন, প্রভাষক আব্দুল হানিফ মিয়া, সাংবাদিক লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা ,সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন- সাংবাদিক সুব্রত কুমার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম মিঞাসহ জাতীয় ও স্থানীয় দৈনিকসহ অনলাইন পোর্টাল নিউজের সাংবাদিক ও-সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।##
আব্দুল হালিম মিঞা
বাঘা, রাজশাহী।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.