
ভোলায় বিএনপি-বিজেপির ধাওয়া পাল্টা ধাওয়া,আহত অর্ধশত
সাখাওয়াত শাকিল,ভোলা।
ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পাটকেল ও লাঠিসোঁটর আঘাতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহতের চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা। তবে এ ঘটনায় এক দল দুষছে অপর দলকে।
শনিবার (০১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে জেলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়,বিএনপি ও বিজেপির পূর্বঘোষিত কর্মসূচিকে ঘিরে শনিবার সকাল থেকেই থমথমে পরিস্থিতি ছিল শহরজুড়ে। বেলা পৌনে ১২টার দিকে বিজেপির নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের নতুন বাজার তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বরিশাল দালান মোড় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়,এবং বিজেপির দলীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন।
অন্যদিকে সকাল থেকে শহরের মহাজনপট্রিতে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেন বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীর অংশগ্রহণে তাদেরও একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বাংলাস্কুল মোড় ঘুরে কাবিল মসজিদের মোড় ঘুরে নতুনবাজার প্রেসক্লাবের সামনে আসলে শুরু হয় দুই পক্ষের উত্তেজনা। এবং দুই পক্ষই ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন,যা চলে প্রায় আধা ঘন্টাব্যাপী। এসময় বোমা সদৃশ্য বস্তুর বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এ ঘটনায় অভিযোগ করে ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন,আগামী ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনের দাবিতে প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছি। আজকে আমাদের বিভিন্ন অঙ্গসংগঠন নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ শেষ করে দলীয় কার্যালয়ের সামনে এসে অনেকেই চলে গিয়েছিল,এবং কিছু কিছু নেতাকর্মী পার্টি অফিসের সামনে ছিল। হটাৎ অতর্কিতভাবে বিএনপির একটি গ্রুপ আমাদের দীর্ঘদিনের ঐক্য বিনস্ট করার জন্য আজকে এ হামলা চালিয়েছে। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। এ ধরনের নেক্কারজনক হটকারিতামূলক বোমা-হামলার নিন্দা জানাই। বিনা উস্কানিতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
এসব অভিযোগ ভিক্তিহীন বলে জানান ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। তিনি বলেন,জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের হ্যা/না ভোটের দাবিসহ নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টার প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ সভা শেষে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল বের করি,এবং বিজেপির মিছিল শেষে আমাদের মিছিল শুরু হয়। একপর্যায়ে বিজেপির সাথে আমাদের মিছিল মুখোমুখি হলে আমাদের নেতারা বলেছে আমরা ব্যাক করছি। পরে কে-বা কারা ঢিল ছুড়ে এবং ঢিল ছুড়াকে কেন্দ্র করে গন্ডগোল হয়,তারা বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য লিপ্ত ছিল। তাদের হামলায় আমাদের আহতরা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা চাই রাজনীতি একটি সুষ্ঠু ধারায় চলুক,শান্তিপূর্ণ পরিবেশ ভোলা থাক। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যররা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।









