Monday, December 1, 2025
spot_img
Homeরাজধানীমানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার “ফাঁসির আদেশ”উদযাপন:সরকার জাবেদ...

মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার “ফাঁসির আদেশ”উদযাপন:সরকার জাবেদ আহমেদ সুমনের আনন্দ মিছিলে মিষ্টি বিতরণ

- Advertisement -
Google search engine

মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার “ফাঁসির আদেশ”উদযাপন:সরকার জাবেদ আহমেদ সুমনের আনন্দ মিছিলে মিষ্টি বিতরণ

হানিফ পাঠানঃ গাজীপুর:

আজ সোমবার ১৭ নভেম্বর, ২০২৫ ইং সারাদেশে আলোড়ন ছড়ানো মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশে টঙ্গী পূর্ব থানা বিএনপি সংগ্রামী সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন তার সমর্থকদের নিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করেছেন।

সকাল থেকেই উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুদলের যুগ্ম আহবায়ক বেঞ্জির আহমেদ পিন্টুু,টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সদস্য সচিব মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ইউসুফ, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিরব,গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সদস্য রাজিব বিন শহীদ নিগার,যুবদল নেত মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, টঙ্গীর বিভিন্ন পয়েন্টে মিলিত হতে মিছিল শুরু করে বিএনপির কর্মী ও নেতৃবৃন্দ। পরে সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা “ন্যায্য বিচার হয়েছে”, “অল্প সময়ের মধ্যেই ন্যায়ের জয়” ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে উপস্থিত মানুষজনকে মিষ্টি বিতরণ করা হয়। এই মিষ্টি বিতরণকে বিএনপি নেতারা “আত্মবিশ্বাস ও উৎসবের প্রতীক” হিসেবে ব্যাখ্যা করেছেন। একটি স্থানীয় নেতা বলেন, “এটি শুধু মিষ্টি নয় — এটি আমাদের বিশ্বাস ও ঐক্য দেখানোর মাধ্যম।”

সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, “এই সিদ্ধান্ত আমাদের দীর্ঘদিনের সংগ্রামের ফল, এবং এটি এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা।” তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাবে এবং গণতন্ত্র নতুন করে শক্তি অর্জন করবে।

উল্লেখযোগ্য যে,সরকার জাবেদ আহমেদ সুমন শুধু মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দ উজ্জাপন করেনি — তিনি তার মিছিল ও বক্তৃতায় দেশের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচির গুরুত্বকেও আবার তুলে ধরেন। গাজীপুর-৬ আসনে তার জনপ্রিয়তার কথা নানা রিপোর্টে বলা হয়েছে।

তবে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন আনন্দ মিছিল দেশের রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করতে পারে, বিশেষ করে বর্তমান পরিবেশে যেখানে ন্যায্যতা ও আইনগত প্রশ্নচিহ্ন রয়েছে।

এই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি নিয়ে সরকারের প্রতিক্রিয়া এখনও স্পষ্ট না হলেও, টঙ্গী বিএনপি জন্য এটি একটি আত্মবিশ্বাসের মুহূর্ত হিসেবে স্বীকৃত হতে পারে।

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হানিফ পাঠান , গাজীপুর : তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের...

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছাত্র দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হানিফ পাঠান, গাজীপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও...

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছাত্র দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হানিফ পাঠান, গাজীপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

বাঘায় পরিত্যক্ত বিদেশী পিস্তল, পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাঘায় পরিত্যক্ত বিদেশী পিস্তল, পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার আব্দুূল হালিম মিঞা, বাঘা,রাজশাহী, রাজশাহীর বাঘায় খায়েরহাট নামক এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি পাইপগান, ১টি...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর