
মূল্যহীন
স্রোতে ভাসা শ্যাওলা আমি , সবার কাছে মূল্যহীন।
সবাই আমায় বাসবে ভালো , আল্লাহ যদি ফেরায় দিন।
ব্যর্থ আমি বিফল আমি,একেবারে নিঃস্ব।
সবাইকে যে বাসতাম ভালো,জানবে একদিন বিশ্ব।
বন্ধু সজন কষ্ট পাবে,আর কাঁদবে আমার শিষ্য।
সবাই বলবে খুবই ভালো,কাজ করেছো চমৎকার।
আমার সাথে সুর মিলাবে,বলবে দাদা অমত কার?