
মিঠুর পক্ষে তারেক রহমানের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ
বিশেষ প্রতিনিধি ঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে বাঘা উপজেলার বাউসা-আড়ানী বাজার-গ্রাম ঘুরে লিফলেট বিতরণ করা হয়েছে। তারেক রহমানের নির্দেশে আমিনুল ইসলাম মিঠুর পক্ষে জনসাধারণের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি’র ৩১ দফার লিফলেট ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে গণসংযোগ করেন মিঠুর পিতা সাবেক আর্মি ওয়ারেন্ট অফিসার হামিদুল ইসলাম। বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠু বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
এসময় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ঘরে ঘরে প্রচারণার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাসহ মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে ৩১ দফা রূপরেখা ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দেওয়া হয়।
হায়দার আলী বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা। আমিনুল ইসলাম মিঠু প্রবাস থেকেও ধর্মীয় সহাবস্থান, বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন বলে জানান।
টেলি কনফারেন্সে আমিনুল ইসলাম মিঠু বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা এই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।’’
তিনি বলেন, প্রবাসে থেকেও আমি সবসময় দেশ ও এলাকার মানুষের কথা ভাবি। রাজশাহী-৬ আসনের জনগণের দুঃখ-দুর্দশা আমার হৃদয়ে গভীরভাবে স্থান পেয়েছে। জনসেবাই আমার রাজনীতি, আর মানুষের পাশে থাকা আমার অঙ্গীকার।
এসময় উপস্থিত ছিলেন-বাজুবাঘা ইউনিয়ন বিএনপির নেতা ফরিদ উদ্দীন, ওয়ার্ড বিএপির ওয়ার্ড সভাপতি সাহাবাজ আলী,সাধারণ সম্পাদক জাম্বার আলী, সহ-সভাপতি আব্দুর রসুল, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি জাহিদ হাসান, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন আলীসহ বিএনপির স্থানীয় নেতা লিয়াকত আলী,ইউনুস আলী প্রমুখ।##
আব্দুল হালিম মিঞা
বাঘা,রাজশাহী,










