রাকসু নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
রাকসু নির্বাচনে প্রচারণা-গণসংযোগের সময় শেষ হচ্ছে আগামীকাল রাত ১২ টায়। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে আবাসিক হল, পরিবহন, মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে যাচ্ছেন প্রার্থীরা।
দীর্ঘ ৩৫ বছর পর ১৬ অক্টোবর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এ উপলক্ষে ১৫ ও ১৬ অক্টোবর দুই দিন একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাকসুতে মোট ২৩টি পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিতসহ মোট ১২টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে।
অন্যদিকে, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন এবং হল সংসদ নির্বাচনের ১৫টি পদে ১৭টি হলে মোট ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে হবে। হল সংসদে মোট নির্বাচিত হবেন ৩১৭ জন, সিনেটে ৫ জন, রাকসুতে ২৩ পদে নির্বাচিত হবেন।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.