র্যাব-৯ এর অভিযানে ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ‘বক্বইরা ঢাকাত’ গ্রেফতার
নাইম আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৯ এর অভিযানে ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ‘বক্বইরা ঢাকাত’কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ জানায়, তারা প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, মাদক, অস্ত্র, হত্যা, ছিনতাইসহ জীবনের নিরাপত্তা বিঘ্নকারী নানা অপরাধ প্রতিরোধে নিরলসভাবে কাজ করে আসছে। সম্প্রতি সিলেট অঞ্চলে অপরাধ দমনে জোরদার নজরদারি ও অভিযান পরিচালনা করছে র্যাব সদস্যরা।
আজ ২২ নভেম্বর ২০২৫ ইং তারিখ দুপুর ২টা ৪০ মিনিটে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার তেলিখাল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জিয়াউর রহমান ওরফে বক্বইরা ঢাকাত (৩৮)—কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জিয়াউর রহমানের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় ডাকাতি, চুরি, কোপানো, মারামারি, মাদকসহ মোট ৮টি মামলা রয়েছে বলে র্যাব জানায়। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সিলেটের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানায়, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.