মাসুদুর রহমান রুবেল:
ঢাকার সাভারে হানি ট্রাপের ফাঁদে ফেলে মো. মেহেদী হাসান নামে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক কর্মকর্তাকে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে নারীসহ চার অপহরণকারীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
এর আগে শুক্রবার দুপুর ১:৩০টা এর দিকে সাভারের জামশিং এলাকা থেকে মেহেদী হাসানকে উদ্ধার করা হয়। এ সময় নারী সদস্যসহ মোট ৪ জন অপহরণকারী চক্রের সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলো— রংপুর জেলার পীরগাছা উপজেলার তালুকো এলাকার আঃ হাকিমের ছেলে মোঃ জয়নাল ও তার ছেলে শরিফুল (২৫), শেরপুর জেলার নকলা থানার নাইরোন খোলা বাজার এলাকার মোঃ বজলুর মিয়ার ছেলে কাওসার হোসেন কনক (২০), এবং ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়া এলাকার আঃ রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯)। তারা সবাই সাভারের রেডিও কলোনী ও গেন্ডা এলাকায় বসবাস করত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে থেকে মো. মেহেদী হাসান নামের ওই কর্মকর্তাকে অপহরণ করা হয়। তিনি পরিবার পরিকল্পনার একজন ইন্সপেক্টর। অপহরণকারীরা তাকে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তার পরিবার বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে, সাভার থানা পুলিশের একটি টিম উদ্ধার অভিযান শুরু করে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, নারীসহ চার অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপহরণে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.