
সিলেট সীমান্তে এযাবৎকালের সবচেয়ে বড় অবৈধ গরু-মহিষের চালান আটক
নাইম আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেট সীমান্তে এযাবৎকালের সবচেয়ে বড় অবৈধ গবাদিপশুর চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর বিশেষ অভিযানে ২৩৭টি ভারতীয় গরু এবং ৪২টি মহিষ আটক করা হয়। এ চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতভর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা ও সুনামগঞ্জের লাফার্জ সীমান্তে অভিযান পরিচালনা করা হয়।
গোয়াইনঘাট সীমান্তে অভিযানে নেতৃত্ব দেন ৪৮ বিজিবির উপঅধিনায়ক মেজর নুরুল হুদা এবং গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। অন্যদিকে সুনামগঞ্জের লাফার্জ সীমান্ত থেকে আরও ৪২টি মহিষ আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি গ্রামে ভারতীয় গরু মজুত রয়েছে এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ২৩৭টি ভারতীয় ছোট-বড় আকারের গরু আটক করে। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা এবং মহিষগুলোর মূল্য প্রায় ১ কোটি টাকা।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, “টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে আসা ভারতীয় গরু আটক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত গরু-মহিষ কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।”