
সিলেট-৪ আসনে ভোটার বেড়েছে ২৭ হাজারের বেশি
নাইম আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেট-৪ আসনে (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) ভোটার সংখ্যা বেড়েছে ২৭ হাজারের বেশি। খসড়া ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে এ আসনে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ২ হাজার ৬৫২ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬১ হাজার ৬২ জন, নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৫৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৭৫ হাজার ১২১ জন। অর্থাৎ এবার ভোটার বেড়েছে ২৭ হাজার ৫৩১ জন।
তিন উপজেলা নিয়ে গঠিত এ আসনের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলায় ৬ টি ইউনিয়নে মোট পুরুষ ভোটার রয়েছেন ৬৪৫২৯ জন এবং নারী ভোটার রয়েছেন ৫৬৩৫৩ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৪০টি এবং মোট ভোটকক্ষ রয়েছে ২৩৭টি।
একইভাবে গোয়াইনঘাট উপজেলায় ১৩ টি ইউনিয়নে মোট ভোটার ১২৪৩৫৭ জন এবং মহিলা ভোটার রয়েছেন ১১৭৫০৩ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৮৩ টি এবং মোট ভোটকক্ষ রয়েছে ৪৯১টি। এছাড়া জৈন্তাপুর উপজেলায় ৬টি ইউনিয়নে মোট পুরুষ ভোটার রয়েছেন ৭২১৭৬ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৬৭৭৩৩ জন। এখানে ভোটকেন্দ্র রয়েছে ৪৬টি এবং ভোটকক্ষ রয়েছে ২৭৩ টি।
এসময় ক্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে ১৬৯ ভোটকেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ৯৫৪টি এবং অস্থায়ী কক্ষ থাকবে ৪৭ টি ভোটকক্ষ।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যে কেউ আপত্তি বা দাবি জানাতে পারবেন। এরপর এটি নিয়ে শুনানি হবে। শুনানির পরে অক্টোবর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।