
মাছের রাজা পাঙ্গাশ
চাষের পাঙ্গাশ হরদম খাও
শরীরে আসবে বল,
ইলিশ মাছে এ্যালার্জি ভরা
খেলেই রসাতল।
বাজার থেকে নাও কিনে নাও
পাঙ্গাশ ঝুরি ঝুরি,
পুষ্টিও পাবে শতভাগ তুমি
কমবে মেদ ও ভুঁড়ি।
মাছের রাজা ইলিশ হলে
তুমি কেন খেতে চাও ?
ইলিশ মাছ রাজারাই খাবে
তুমি শুধু দেখে যাও।
মাছের রানীর মাছ গেল কই
খবর কি আর রাখে,
কোন নদীতে কোন মাছ বেশি
ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে।
গরিবের ঘরে ভাত জোটে না
ইলিশের কেন বায়না,
তাই পুষ্টিহীন গুষ্টিরা আর
মাছের বাজারে যায়না।
রপ্তানি করলে ইলিশ মাছ
সরকার পাবে টাকা,
মাছ ধরে ধরে বিদেশ পাঠাও
নদ নদী হোক ফাঁকা।
কেউ বলে না আর সত্য কথা
সবারই তো এক নীতি,
ইলিশ যেন ভয়ংকর তিমি
দেখলেই করে ভীতি।