
শরৎ এলো
শরৎ এলো হাওয়ায় দুলে
হাজার মিলন মেলায়,
শরৎ এলো কাশের বনে
সাদা মেঘের ভেলায়।
শরৎ এলেই উরু উরু মন
চোখেতে দারুণ নেশা,
শরৎ এলেই কতো ছলনায়
কতো ছলে মেলামেশা।
প্রকৃতি যখন বদলায় রুপ
উতলা মন যে কারো,
দুটি হৃদয় এক হয়ে যাবার
ব্যাকুলতা বাড়ে আরো ।
এই শরতেই বিরহে কাতর
কতো বিরহীর মুখ,
হারিয়ে গেছে ভালোবাসা তার
পাষাণ হয়েছে বুক।
এই শরতে প্রেমিকের মনে
বাসা বাঁধবার আশা,
কোথা ছিলো কোথা হতে এলো
এ মধুর ভালোবাসা ?