স্বজন-শুভাকাঙাখীদের কাঁদিয়ে চলে গেল হাস্যেজ্জল ইয়ামিন:
বিশেষ প্রতিনিধি
আহতের সাত দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়,কারিগরি ও কৃষি কলেজের শিক্ষার্থী মোস্তাকিন আহমেদ ইয়ামিন (১৭) । বুধবার(০৫-১১-২০২৫) সন্ধ্যার পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই শির্ক্ষার্থী। মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে পরিবারে।
কাঁদছেন তার স্বজনরাও। বৃহস্পতিবার(৩০-১০-২০২৫) যোহর নামাজের আগ মূহুর্তে বাঘা-আড়ানী সড়কের আমোদপুর জামে মসজিদের উত্তর দিকের বাঁকে দুর্ঘটনার কবলে পড়েন ইয়ামিন। তাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় রাজশাহী নগরীর বেসরকারি হাসপাতাল পপুলার সিডিএমএ (আইসিইউসি) ভর্তি করা হয়। ৩দিন পর ঢাকার এভার কেয়ার হাসপতালে নেওয়া হয়।
জানা যায়, মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে পণ্য বোঝাই ট্রাক(খুলনা মেট্রো-ড,১১-০৩৮৮)ট্রাকের পাশ কাটিয়ে বের হওয়ার সময় ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন ইয়ামিন। ট্রাকটি বাঘা-আড়ানী সড়ক হয়ে আড়ানীর দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেল নিয়ে বাঘায় নিজ বাড়িতে ফিলছিল ইয়ামিন।
সে- বাঘা পৌরসভার (জিরো পয়েন্ট) মিলিকবাঘা গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ বিন মুসার ছেলে ও বিএনপি নেতা- সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,যুবদল নেতা আলামিনের ভাতিজা। (সহোদর ভাইয়ের ছেলে) ।
ঘটনার পর ট্রাক রেখে চালক-হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি থানা হেফাজতে নিয়ে আসে।
##
আব্দুল হালিম মিঞা,
বাঘা,রাজশাহী,
প্রকাশক ও সম্পাদক :-মোহাম্মদ সেলিম
নির্বাহী সম্পাদক:-আকরাম হোসেন
উপ সম্পাদক :-সৈয়দ সেলিম রেজা
সহকারি সম্পাদক -মোঃ আঃ রব শেখ (বাবু)
207 Shahid Syed Nazrul Islam Sarani, Bijoynagar, Dhaka-1000
E-mail: info@eysomoy.online ,salimkrn63@gmail.com
মোবাইল :-০১৬৩৪৫৫৫২২৯,০১৬০০৩৩৯৩৩৫
Copyright © 2025 Ey Somoy. All rights reserved.