Monday, December 1, 2025
spot_img
- Advertisement -
Google search engine

জৈন্তাপুরে মিশ্র সবজি চাষে ভাগ্যের পরির্বতন ।

মো.দুলাল হোসেন রাজু,সিলেট ব্যুারো :
ছবিটি গতকাল জৈন্তাপুর উপজেলার বিড়াখাই-আগফোদ এলাকা থেকে তুলা হয়েছে।

সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা,থুবাং,রূপচেং,কাফরাঙ্গী,দিগরাইল,বিড়াখাই ও আগফোদ গ্রামের বিস্তীর্ণ এলাকায় মাঠের পর মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা মিশ্র সবজি চাষ করে ভাগ্যের পরিবর্তন করেছেন,হয়েছেন আর্থিক ভাবে স্বাবলম্বী।স্বল্প খরছে মুনাফা বেশী হওয়ায় অনেক কৃষকই এখন সবজি চাষ করছেন।বন্যা কবলিত এলাকার কৃষকদের সবজি চাষে নানা ঝুকি থাকলেও শীতকালীন মিশ্র সবজি চাষ আয়ের প্রধান উৎস। স্থানীয় এলাকার কৃষকরা জানায়, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ ছাড়াই এবার উন্নত জাতের মিশ্র সবজি চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন তারা। কৃষকরা উন্নত জাতের চালকুমড়া,মিষ্টিকুমড়া,সিম,টমেটো,খিড়া,বটবটি,শসা,ঝিঙ্গে,বেগুনসহ সাদা রঙ্গের লাউয়ের আবাদ করেছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ,কৃষিখাতে তাদের উজ্জল সম্ভাবনা থাকা সত্তে¡ও কৃষি বিভাগ থেকে তাদের জন্য নেই কোন প্রশিক্ষণের ব্যবস্থা নেই কোন প্রকল্পও।আগফোদ গ্রামের সবজি চাষী আম্বয়িা’র সাথে কথা বলে জানা যায়, এবছর সবজির ফলন ভাল হয়েছে তিনি তার এক বিঘা জমিতে খিড়া চাষে প্রায় ৩৫ হাজার টাকা খরচ করে এক লাখ ২০ হাজার টাকার খিড়া বিক্রি করেছে।তাবে তার অভিযোগ স্থানীয় কৃষি অধিদপ্তর থেকে তিনি কোন সহযোগিতা পায়নি। কৃষক কদ্দুস মিয়া বলেন, গত বছর তিনি তার এক একর জমিতে টমেটো চাষ করে সম্পূর্ন খরছ বাদে ৩ লাখ টাকা লাভ করেন। এ বছরও দুই বিঘা জমিতে টমেটো চাষ করেন। ফলন ভালো হলে বেচা-বিক্রি করে প্রায় এক লাখ ৫০ হাজার টাকা আয় হবে। কৃষক মো.সমছির মিয়া বলেন,এবছর তিনি দেড় বিঘা জমিতে চালকুমড়া চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন,খরছ বাদে প্রায় এক লাখ ৫০ হাজার টাকা লাভ হবে বলে জানায় এই কৃষক।জৈন্তাপুর উপজেলা কৃষি সম্পাসারণ অধিদপ্তরের কর্মকর্তা শামীমা আক্তার বলেন,জৈন্তাপুর উপজেলার মাটির গুনগত মান খুবই ভাল তাই সময় মত সবজির চাষ করতে পারলে ফলন ভাল হয়।কৃষকদের মিশ্র সবজি চাষে সার-বীজ ও বিভিন্ন প্রনোদণাসহ প্রশিক্ষণের মাধ্যমে সবজি চাষে উৎসাহিত করা হয়েছে। এতে এক চাষে একাধিক সবজির ফলন হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন,দেশব্যাপি মিশ্র সবজি চাষ জনপ্রিয় করা গেলে,কৃষি ক্ষেত্রে যেমন উৎপাদন বাড়বে তেমনি স্বাবলম্বী হবেন কৃষক। উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলিত মৌসুমে জৈন্তাপুর উপজেলায় সবজি চাষের লক্ষমাত্রা ছিল ২,৪,৮০ হেক্টর চাষ হয়েছে ১,৪,২০ হেক্টর জমিতে মিশ্র সবজির চাষ হয়েছে।

বার্তা প্রেরক,
মো.দুলাল হোসেন রাজু
জৈন্তাপুর সিলেট ব্যুারো.

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হানিফ পাঠান , গাজীপুর : তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের...

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছাত্র দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হানিফ পাঠান, গাজীপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও...

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছাত্র দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হানিফ পাঠান, গাজীপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

বাঘায় পরিত্যক্ত বিদেশী পিস্তল, পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাঘায় পরিত্যক্ত বিদেশী পিস্তল, পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার আব্দুূল হালিম মিঞা, বাঘা,রাজশাহী, রাজশাহীর বাঘায় খায়েরহাট নামক এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি পাইপগান, ১টি...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর