
না নুই, না বাঁকাই
হ্যাঁ, আমি ঘাড়ত্যাড়া!
ঝড় এলে ভয় পাই না,
বজ্র নামলে নুই না,
আমি দাঁড়াই অটল পাহাড়ের মতো!
মুক্তিযুদ্ধ আমার রক্তে,
বাংলাদেশ আমার শ্বাসে,
বঙ্গবন্ধু আমার বিশ্বাসে।
এই তিন নাম—
আমার প্রতিজ্ঞা, আমার প্রাণ, আমার আলো।
এখানে নেই কোনো আপস,
নেই কোনো ছাড়,
শুধুই জেদ,
শুধুই আগুন,
শুধুই অবিচল দাঁড়িয়ে থাকা!
যারা ইতিহাস বিক্রি করে,
যারা বিশ্বাসে ছুরি বসায়,
তাদের বলি—
তোমরা হয়তো বাঁকবে,
তোমরা হয়তো নুইবে,
কিন্তু আমি—
না নুই, না বাঁকাই!
আমি মুক্তির সন্তান,
আমি অগ্নিস্রোতের বাংলাদেশ,
আমার পরিচয় একটাই—
ঘাড়ত্যাড়া, অবিচল, স্বপ্নযোদ্ধা আমি!