
আজাইরা প্যাচাল
নেতায় নেতায় সয়লাব
কে যে করবে জয়লাভ
বোঝা ভীষন দায়,
কেউ পড়বে জয়ের মালা
দেখে কারো গাত্র জ্বালা
চামচা গুলো করবে হায় হায়।
রক্তে কেনা বাংলাদেশ
জুলুম বাজির সময় শেষ
অতিত ঘেটেই দিবে তারা রায়,
দালাল চামচার কল্লা ফতে
থাকবি বেঁচে কোন মতে
আম জনতার ধরবি হাতে পায় ।
ঘুমিয়ে থাকা হায়না গুলো
তাদেরকেও সংগে নিলো
তারা ছদ্দ বেশে ঢুকছে দলে দলে,
স্বাধীন দেশে রাম রাজত্ব
নতুন করে ঝরাবে রক্ত
বিজ্ঞজনে সেই কথাইতো বলে।