
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের সারি নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব
নাইম আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সারি নদীতে ড্রেজার মেশিন দিয়ে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। এতে নদীভাঙনে নষ্ট হচ্ছে আশপাশের শত শত বিঘা কৃষিজমি। হুমকির মুখে রয়েছে রাস্তাঘাট, বসতবাড়িসহ আসপাশের শিক্ষা প্রতিষ্ঠান।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাম ব্যবহার করে প্রতিদিন ড্রেজার নৌকা থেকে চাঁদা আদায় করছে একটি প্রভাবশালী চক্র। যদিও অবৈধ বালু উত্তোলন ও নদীপথে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি নাইম আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেক্স নিউজ
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার গাতিগ্রাম, আনন্দবাজার, সীমারবাজার ও নলজুরী খালের মুখ সংলগ্ন সরকারি বেড়িবাঁধের কাছে সারি নদী ও নলজুরী খালে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে নির্বিচারে বালু উত্তোলন চলছে। একই চিত্র দেখা যাচ্ছে নাইন্দার হাওড়, তিতকুল্লী হাওড় ও বালি হাওড়সহ বিভিন্ন এলাকায়।
এই অবৈধ কর্মকাণ্ডের ফলে সারি নদী দিন দিন নাব্যতা হারাচ্ছে এবং নদীপাড়ের শত শত বিঘা ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, প্রশাসনের নাম ব্যবহার করে চাঁদা তোলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, “সারি নদীতে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের প্রত্যাশা—প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সারি নদীকে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজির কবল থেকে রক্ষা করবে।