
বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন,
বাঘা পৌরসভা ফুটবল একাদশের জয়
আব্দুল হালিম মিয়া রাজশাহীর বাঘা থেকে
রাজশাহীর বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধনী খেলায় বাজুবাঘা ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে-২-১ গোলে পরাজিত করে জয়লাভ করেছে বাঘা পৌরসভা জয়লাভ । উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২ অক্টোবর’২৫) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
বক্তব্য শেষে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার। তিনি বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। খেলা পরিচালনা করেন সাদ্দাম হোসেন, ফজল মাহমুদ ও সুজন মাহমুদ। খেলায় ধারাবিবরণীতে ছিলেন- বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হানিফ মিঞা, শরিফুল ইসলাম, বি কে রায়, শহিদুল হক সোহেল।
উদ্বোধনী দিনে মাঠজুড়ে ছিল তরুণদের উচ্ছ্বাস ও দর্শকদের প্রাণচাঞ্চল্যে ভরা এক উৎসবমুখর পরিবেশ। মাঠের চারিদিকে দর্শক পূর্ণতা খেলোয়াড়দের যুগিয়েছে আনন্দ ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান আশাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অবসর প্রাপ্ত সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার আখতারুজ্জামান,উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর আলী, উপজেলা প্রকৌশলী এজাজ আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহমুদুল হাসান, সোনালী ব্যাংক বাঘা শাখার পিও মতিউর রহমান, ইউ ডি এফ আল্পনা খাতুন, চন্ডিপুর উচ্চ বিদ্যালয় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বাঘা মডেল উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মোহম্মদ আলী দেওয়ান, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা, । এছাড়া উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন প্রশাসকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলায় সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সকল ফুটবল খেলা বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
২২ অক্টোবর বুধবার বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। নক আউট মাধ্যামে অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার গড়গড়ি ইউনিয়ন পরিষদ বনাম আড়ানী পৌর সভার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।