
গাজীপুর–৬ আসনে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
হানিফ পাঠান, গাজীপুর :
গাজীপুর–৬ আসনের হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে টঙ্গীতে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে টঙ্গীর প্রভাষক বশির উদ্দিনের নিজ বাসভবনে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক বশির উদ্দিন বলেন, “আমার দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে জনগণের শক্তিতে গাজীপুর–৬ আসনটি আমরা ছিনিয়ে আনতে পারব। আমি জনসেবাকে দায়িত্ব হিসেবে দেখি, ব্যক্তিগত স্বার্থ হিসেবে নয়।”
তিনি আরও বলেন, “জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের চিরায়ত সংস্কৃতি। সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বক্তারা জানান, হিন্দু–মুসলিমসহ সব সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে ওঠে। তারা বলেন, “বিভেদ নয়, সম্প্রীতিই হোক শক্তি।”
সমাবেশে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের ব্যানারে “ধানের শীষে ভোট দিন” প্রতীকের মাধ্যমে আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির প্রতি সমর্থনের আহ্বান জানানো হয়।









