
তুরাগে বিএনপি নেতা চাঁন মিয়া বেপারীর মানবিক উদ্যোগে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা প্রদান
হানিফ পাঠান ঢাকা:
ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক হাজী চাঁন মিয়া বেপারীর পক্ষ থেকে তুরাগ এলাকায় দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার রাতে তুরাগের ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।
এছাড়া উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা,সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম,৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি সোহেল রানা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য তুরাগ থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাজী চান মিয়া বেপারী শুধু রাজনীতিবিদ নন, তিনি এক জন মানবিক উদ্যোক্তা ও সমাজসেবক হিসেবেও এলাকায় পরিচিত নাম। দীর্ঘদিন ধরে তিনি ৫৩ নম্বর ওয়ার্ডসহ আশেপাশের এলাকায় অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তার উল্লেখযোগ্য সামাজিক উদ্যোগগুলোর মধ্যে রয়েছে:শীতকালে গরিব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি,গরিব অসহায় মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও সাধারণ চিকিৎসা সেবা প্রদান,রমজান মাসে ইফতার ও সেহরি বিতরণ কর্মসূচি,ঈদে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ,পূজার সময় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের মাঝে পোশাক ও উপহার প্রদান,তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রিকেট টুর্নামেন্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন।এছাড়াও তিনি বিভিন্ন সময়ে শিক্ষা, ক্রীড়া ও ধর্মীয় কার্যক্রমে অনুদান দিয়ে এলাকার তরুণ ও অভিভাবকদের আস্থা অর্জন করেছেন। স্থানীয়দের ভাষায়, হাজী চান মিয়া বেপারী একজন প্রকৃত জনদরদি মানুষ।
তারা বলেন—আমরা এমন একজন নেতাকে পেয়েছি যিনি রাজনীতির বাইরে গিয়ে মানুষের কল্যাণে কাজ করেন। যদি তিনি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পান, তাহলে আমাদের ৫৩ নম্বর ওয়ার্ড হবে একটি উন্নত, সুশৃঙ্খল ও সচ্ছল সমাজ। মানবিক সহায়তার এই ধারাবাহিক প্রচেষ্টা হাজী চান মিয়া বেপারীকে শুধু তুরাগ নয়, পুরো মহানগর উত্তর বিএনপি’র মধ্যে এক অনন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাজনৈতিক অঙ্গনে যেমন তিনি সক্রিয়, সামাজিক ক্ষেত্রেও তার উদ্যোগ মানুষকে অনুপ্রাণিত করছে।









