
ডাকাত রহিমসহ পলাতক ৪ আসামী গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি
বাঘা পৌরসভার পাকুরিয়া বিল্লালের মোড়স্থ গৃহ ডাকাতির ঘটনায় জড়িত অভিযুক্ত কুষ্টিয়ার দৌলতপুর থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহিমসহ ওয়ারেন্ট ভূক্ত পলাতক ৪জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুর রহিম তাজমুল হোসেননের ছেলে। ধৃত ডাকাত বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানিয়েছে পুলিশ।
ওয়ারেন্ট ভূক্ত পলাতক অন্য আসামীরা হলেন- বাঘা উপজেলার আলাইপুর গ্রামের তরিকুল ইসলাম ওরফে তপন(৩৯)( পিতা- মোঃ আসকান আলী), তছিকুল ইসলাম(৩৮) (পিতা-মোঃ হযরত মন্ডল) ও ভানুকর মীরগঞ্জ গ্রামের রাকিব হাসান (পিতা-মোঃ আজিবর রহমান)। সহকারি পরিদর্শক (এসআই) সিফাত রেজা জানান, গত সোমবার (০৩/১১/২৫) নিয়মিত অভিযানে আব্দুর রহিমকে ঈশ্বরদী থানা এলাকা থেকে ও অন্যদের বিভিন্ন এলাকা থেকে গ্রোপ্তার করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, বিধি মোতাবেক প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।##
আব্দুল হালিম মিঞা,
বাঘা,রাজশাহী









