
সিলেটে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ২
নাইম আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড এলাকায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে সেনাসদস্যরা।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের পরিচালিত তল্লাশি অভিযানে এ ঘটনা ঘটে। অভিযানের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার হরিপুর গ্রামের মৃত হাসান মিয়ার ছেলে মো. ইসলাম উদ্দিন (৩৫) এবং শিকারখাঁ গ্রামের মাহমুদ আলির ছেলে মো. মইনুদ্দিন (৩০)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ছাড়াও নগদ অর্থ, ২টি অ্যান্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন এবং ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানা গেছে।
পরবর্তীতে দুপুর ১২টার দিকে আটক দুইজনকে জব্দকৃত অটোরিকশা, গাঁজা ও অন্যান্য মালামালসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক উত্তম পালের নিকট হস্তান্তর করা হয়।
সেনাক্যাম্প সূত্র জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।









