
থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার এক অনুষ্ঠানে মিস মেক্সিকোকে অপমান করার পর একাধিক প্রতিযোগী অনুষ্ঠান থেকে ওয়াকআউট করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রি-পেজেন্ট অনুষ্ঠানে। খবর বিবিসি’র।
ওই অনুষ্ঠানে মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইৎসারাগ্রিসিল প্রকাশ্যে মিস মেক্সিকো ফাতিমা বশকে ভর্ৎসনা করেন। অভিযোগ, তিনি আয়োজকদের প্রচারণামূলক কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। এর প্রতিবাদ করলে নাওয়াত নিরাপত্তা কর্মীদের ডাকেন এবং তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার হুমকি দেন।
লাইভস্ট্রিম হওয়া ভিডিওতে দেখা যায়, নাওয়াত উচ্চস্বরে মিস মেক্সিকোকে চুপ থাকতে বলেন এবং তার সঙ্গে তর্কে জড়ান। এ সময় উপস্থিত অনেক প্রতিযোগী প্রতিবাদে দাঁড়িয়ে পড়েন। নাওয়াত ঘোষণা দেন, ‘যারা প্রতিযোগিতা চালিয়ে যেতে চাও, বসে পড়ো। যারা বেরিয়ে যাবে, বাকিরা থাকবে।’ তবুও বেশিরভাগ প্রতিযোগীই দাঁড়িয়ে অনুষ্ঠান ত্যাগ করতে দেখা যায়।
ঘটনার পর ফাতিমা বশ সাংবাদিকদের বলেন, আয়োজক তার প্রতি ‘অসম্মানজনক আচরণ’ করেছেন এবং তাকে ‘বোকা’ বলেছেন। তবে নাওয়াত দাবি করেছেন, তার কথার ভুল অনুবাদ হয়েছে।
এ ঘটনার পর মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমএইও) নাওয়াতের আচরণকে অসদাচরণ ও অপমানজনক বলে নিন্দা জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, তারা এখন থেকে থাইল্যান্ড পর্বের পুরো ব্যবস্থাপনা নিজেরাই তদারকি করবে।
এমইও প্রেসিডেন্ট রাউল রোচা এক ভিডিও বার্তায় বলেন, একজন অতিথিপরায়ণ আয়োজকের যে আচরণ থাকা উচিত, নাওয়াত তা ভুলে গেছেন। তিনি একজন নারীর প্রতি অসম্মান দেখিয়েছেন এবং তাকে ভয় দেখাতে নিরাপত্তা কর্মীদের ব্যবহার করেছেন।
রোচা আরও জানান, নাওয়াতের অংশগ্রহণ ‘যতটা সম্ভব সীমিত’ বা ‘সম্পূর্ণ বাতিল’ করা হবে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।
ঘটনাস্থল ছেড়ে যাওয়া প্রতিযোগীদের মধ্যে ছিলেন বর্তমান মিস ইউনিভার্স, ডেনমার্কের ভিক্টোরিয়া কায়ার থেইলভিগও। তিনিও অনুষ্ঠান ছেড়ে যাওয়ার কারণ হিসেবে অপমান করার বিষয়টি উল্লেখ করেন।
ফাতিমা বশ পরে এক সাক্ষাৎকারে বলেন, আমি আমার দেশের নারীদের পক্ষ থেকে কথা বলছি। আমি ভয় পাই না। আমি এখানে এসেছি সেই সব নারীর কণ্ঠ হতে, যারা নিজের অধিকারের জন্য লড়ছেন।
ঘটনার পর সামাজিক মাধ্যমে নাওয়াতের আচরণ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই মিস মেক্সিকোর সাহসিকতার প্রশংসা করেন।
নাওয়াত পরে এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে বলেন, যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ৭৫ জন প্রতিযোগীর সবার কাছে ক্ষমা চেয়েছি।
বিতর্কের মধ্যেই বুধবার ব্যাংককে মিস ইউনিভার্স প্রতিযোগিতার স্বাগত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ও বিজয়ী ঘোষণার অনুষ্ঠান।









