Monday, December 1, 2025
spot_img
Homeকৃষি ও প্রকৃতিজৈন্তাপুরে চা শ্রমিকদের মানবেতর জীবন।

জৈন্তাপুরে চা শ্রমিকদের মানবেতর জীবন।

- Advertisement -
Google search engine

জৈন্তাপুরে চা শ্রমিকদের মানবেতর জীবন।

মো.দুলাল হোসেন রাজু, সিলেট ব্যুারোঃ


অন্যতম রপ্তানীমূখী শিল্পের মধ্যে অন্যতম চা শিল্প। এ শিল্পে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন দেশের প্রায় ১ লাখ ৩০ হাজার শ্রমিক। এর মধ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানে কাজ করছেন ১’শ ৭৫ জন চা শ্রমিক। এসব চা বাগানে কাজ করা শ্রমিকদের শ্রমে-ঘামে দেশের অর্থনীতি ঘুরে দাড়ায় অথচ সেই শ্রমিকরা বেতন বৈষম্যসহ নানা লাঞ্চনা-বঞ্চনার শিকার। দ্রব্যমুল্যের উর্ধ্ব গতির দেশে প্রতিদিন ১’শ ৮৫ টাকা মজুরী দিয়ে পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে সংসার চলছে শ্রীপুর চা বাগানের কর্মরত শ্রমিকদের ।ব্রিটিশ উপনিবেশিক শাসন কাল থেকেই দারিদ্র আর বঞ্চনায় যেন চা শ্রমিকদের নিত্যসঙ্গী। দিন যায়’ রাত আসে’যুগেরও পরিবর্তন আসে’সাথে মানুষের জীবনও বদলায়। কিন্তু যুগ-যুগ ধরে তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। জৈন্তাপুরের-শ্রীপুর চ াবাগানের ক্ষুদ্র নৃগোষ্টি’র চা শ্রমিকদের মানবেতর জীবন-যাপন। মহিলা চা শ্রমিক তুসুমনি সিং জানায়, দ্রব্যমুল্যের দেশে প্রতিদিন ১’শ ৮৫ টাকা মজুরী দিয়ে পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে জীবন যুদ্ধে সংসার চলাই কঠিন তাহলে বাচ্ছা-কাচ্ছাদের পড়া লেখা করাবো কিভাবে?তার দাবি চা বাগান কর্তৃপক্ষ ও সরকার যদি তাদের মজুরি বাড়িয়ে দেয় তাহলে তারা বাচ্ছা-কাচ্ছাদের পড়া লেখা করাতে পারবে।চা শ্রমিক বিপাশা কর্মকার জানায়,সবার জীবনে পরির্বতন আসে’ আমাদের চা শ্রমিকদের জীবনে কোন পরিবর্তন আসে না’।
আমরাও তো মানুষ? চা শ্রমিকের কাজ করে সংসার চালাতে পারছিনা। অনেক সময় ভাগ্যের উপর দুষ চাপিয়ে দিয়ে অনাহারে থাকি। তিনি চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযেগিতা কামনা করেন। চা শ্রমিক সম্পা গোয়ালা জানায়,চা শ্রকিদের জীবনমান উন্নয়নে জন্য দু’একটি এনজিও সংস্থা ছাড়া কেউই আমাদের পাশে আসে না!

খোজ-খবরও নেয় না! আমরা চা শ্রমিকরা ,কর্মসংস্থান, শিক্ষা,চিকিৎসা,বাসস্থানের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। তিনি আরো বলেন,প্রতিদিন আমাদের জীবনের ঝুকি নিয়ে চা বাগানে কাজ করি বেশিরভাগ নারী শ্রমিক আমাদের জীবনে নেই কোন সুখময় পরিবর্তন। বেতন বৈষম্যসহ নানা লাঞ্চনা-বঞ্চনার শিকার আমরা। রপ্তানীমূখী চা শিল্পের দিন দিন উন্নতি হলেও জৈন্তাপুরের- শ্রীপুরের চা শ্রমিক তসুমনি সিং, বিপাশা কর্মকার,সম্পা গোয়ালার মতো অসংখ্য চা শ্রমিকদের ভাগ্যের কোন উন্নতি হয়নি। তাদের ভাগ্যে জোটেনি ভাল খাবার,উন্নত চিকিৎসা,স্বাস্থ্যসম্মত সেনিটেশন ব্যাবস্থা,জানা নেই পরিবার পরিকল্পনা পদ্ধতি। ফলে পুষ্টিহীনতা,শিক্ষা,চিকিৎসা,বাসস্থানের মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এ বিষয়ে শ্রীপুর চা বাগানের ম্যানেজার মো.জহিরুল হক জানান,শ্রীপুর চা বাগানে পুরুষ-মহিলা মিলে ১’শ ৭৫ জন চা শ্রমিক চা বাগানে কাজ করছে ,প্রতিদিন ১’শ ৮৫ টাকা করে তাদের মজুরি দেওয়া হয়েছে,এর বাইরে হাউজরেন্ট, রেসন ,চিকিৎসা সহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।দেশে দ্রব্যমুল্যের উর্ধ্ব গতির কারণে এই টাকায় চা শ্রমিকদের জীবন-জীবিকা চালানো কষ্টই বলা চলে। তিনি আরো বলেন,চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মেলিত প্রচেষ্টার পাশাপাশি প্রয়োজন সরকারী সহযোগিতা। দেশের মোট ১’শ ৭০টি চা বাগান রয়েছে এতে প্রায় ১ লাখ ৩০ হাজার চা শ্রমিক কর্মরত এর মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। জীবন যুদ্ধে নিপীড়িত, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ তাদের জীবনমান উন্নয়নে কার্যকারী পদক্ষেপ নিবেন সরকার এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বার্তা প্রেরক,
মো.দুলাল হোসেন রাজু
সিলেট ব্যুারো

- Advertisement -
Google search engine
আরো খবর
- Advertisment -spot_img

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হানিফ পাঠান , গাজীপুর : তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের...

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছাত্র দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হানিফ পাঠান, গাজীপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও...

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছাত্র দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হানিফ পাঠান, গাজীপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

বাঘায় পরিত্যক্ত বিদেশী পিস্তল, পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

বাঘায় পরিত্যক্ত বিদেশী পিস্তল, পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার আব্দুূল হালিম মিঞা, বাঘা,রাজশাহী, রাজশাহীর বাঘায় খায়েরহাট নামক এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ১টি পাইপগান, ১টি...
- Advertisment -spot_img

জনপ্রিয় খবর